২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২৮,৭০১! মৃত্যু ছাড়ালো ২৩ হাজার

0
1

রেকর্ড ভাঙা-গড়ার খেলা চলছে দেশে। ভারতে করোনা সংক্রমণ ও মৃতের নিরিখে রোজই নতুন নতুন রেকর্ড হচ্ছে। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন আরও ২৮ হাজার ৭০১ জন। একদিনের হিসেবে যা ভারতে এখনও পর্যন্ত সর্বাধিক। এই ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৫০০ জন রোগীর। সব মিলিয়ে এ পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লক্ষ ৭৮ হাজার ২৫৪। মৃত্যু হয়েছে মোট ২৩ হাজার ১৭৪ জন রোগীর। আজ, সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে, বর্তমানে দেশে চিকিৎসাধীন রয়েছেন ৩ লক্ষ ০১ হাজার ৬০৯ জন রোগী। পাশাপাশি ইতিমধ্যেই সুস্থ হয়ে গিয়েছেন ৫ লক্ষ ৫৩ হাজার ৪৭০ জন।