গেহলটে আস্থা প্রকাশের পরই বিলাসবহুল পাঁচতারা হোটেলবন্দি কং বিধায়করা

0
1

ফের শুরু রিসর্ট রাজনীতি। কর্নাটক, মধ্যপ্রদেশের পর এবার রাজস্থানে রাজ্য সরকার বাঁচাতে বিধায়কদের হোটেলে লুকিয়ে রাখার সিদ্ধান্ত নিল কংগ্রেস। মুখ্যমন্ত্রী অশোক গেহলটের প্রতি আস্থা ব্যক্ত করে কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে উপস্থিত বিধায়কদের তড়িঘড়ি নিয়ে তোলা হয় জয়পুরের বিলাসবহুল হোটেলে। প্রায় ৮৪ জন কংগ্রেস বিধায়ককে পাঁচতারা ফেয়ারমন্ট হোটেলে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। পাইলট শিবির ছেড়ে দিল্লি থেকে ফিরে আসা বিধায়করাও এর মধ্যে আছেন। কংগ্রেসের বক্তব্য, বিজেপি দল ভাঙানোর চেষ্টা করছে। কোটি কোটি টাকার টোপ দেওয়া হচ্ছে। দলকে ঐক্যবদ্ধ রাখতেই একত্রে থাকার বন্দোবস্ত।