চন্দননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায়ের প্রয়াণে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত ডব্লিউবিসিএস আধিকারিকের পরিবারকে সমবেদনা জানিয়ে চিঠি পাঠিয়েছেন মমতা। পাশাপাশি, সোশ্যাল মিডিয়াতেও ডেপুটি ম্যাজিস্ট্রেটের স্মরণে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী।
তিনি লেখেন, সামনের সারিতে দাঁড়িয়ে অতিমারির বিরুদ্ধে লড়াই করেছেন এই তরুণ ডব্লিউবিসিএস অফিসার। সম্পূর্ণ নিষ্ঠার দিয়ে নিজের কাজ করেছেন তিনি।
সরকারের তরফ থেকে দেবদত্তা রায়ের এই লড়াকু মনোভাবকে কুর্নিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, দেবদত্তার স্বামীর সঙ্গে তাঁর কথা হয়েছে। পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী।
ভিনরাজ্য থেকে রাজ্যে আসা পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর দায়িত্বে ছিলেন দেবদত্তা রায়৷ অত্যন্ত দক্ষতার সঙ্গে সে কাজ করেছিলেন তিনি। কিন্তু করোনা আক্রান্ত হয়ে তাঁরই আর বাড়ি ফেরা হল না। মাত্র ৩৮ বছর বয়সেই থেমে গেল পথচলা৷ তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ চন্দননগরের মহকুমা শাসকের দফতর।





























































































































