হেমতাবাদের বিজেপি বিধায়কের রহস্যজনক মৃত্যু

0
1

বিজেপি বিধায়কের রহস্যজনক মৃত্যু। সোমবার সকালে উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন রায়ের দেহ উদ্ধার হল বাড়ি থেকে এক কিলোমিটার দূরে  একটি বন্ধ দোকানের সামনে। গলায় দড়ি দেওয়া অবস্থায় তার দেহ উদ্ধার হয়েছে। পরিবারের অভিযোগ, রাত একটা নাগাদ তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর আর তিনি বাড়ি ফেরেননি। রাতভর তল্লাশি করে সকালে তার দেহ বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরিবারের অভিযোগ, স্থানীয় এক তৃণমূল নেতা গভীর রাতে বিধায়ক কে ডেকে নিয়ে গিয়েছিলেন যদিও তৃণমূলের পক্ষে বলা হয়েছে, তদন্ত হলেই পরিষ্কার হয়ে যাবে আদৌ তৃণমূলের কোনও যুবনেতা এই ঘটনায় জড়িয়ে রয়েছেন কিনা। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, গভীর রাতে তুলে নিয়ে যাওয়া হল একজন বিধায়ককে। পুলিশ কী করছিল? নিরাপত্তারক্ষী কোথায় ছিলেন? পরিষ্কার বোঝা যাচ্ছে শাসকদলের লোকজন ঘটনার সঙ্গে জড়িত। রাজ্যের আইন-শৃঙ্খলা কোথায় গিয়ে পৌঁছেছে মৃত্যু প্রমাণ করে দিচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা হেমতাবাদ উত্তপ্ত।  বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি করল পরিবার।  বিজেপি কর্মীরা খুনিকে গ্রেফতারের দাবিতে রাস্তায় নেমেছেন।

২০১৬-র বিধানসভা নির্বাচনে দেবেন রায় সিপিএম প্রার্থী হিসাবে হেমতাবাদ কেন্দ্রে জয়ী হয়েছিলেন৷ ২০১৯ সালে তিনি বিজেপি-তে যোগ দেন৷