পরপর দু দফায় হালিশহর পুরসভার পুরপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পুর বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর পুর প্রশাসক হিসেবে কাজ করেছেন অংশুমান রায়। সোমবার হালিশহর পুরসভায় সাংবাদিক সম্মেলন করে পদত্যাগ করার কথা জানান তিনি। বাড়ির কিছু সমস্যার জেরে পুরসভার কাজে সময় দিতে না পারার জন্য তিনি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন, তিনি রাজনীতির সঙ্গে রয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবেন।





























































































































