‘এটিকে-মোহনবাগান’-এর অ্যাওয়ে ম্যাচে জার্সির রঙ কী সবুজ মেরুণ থাকছে? জল্পনা তুঙ্গে

0
1

শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাবের সঙ্গে জুড়েছে এটিকে নাম। এবার আইএসএলে খেলবে ‘এটিকে-মোহনবাগান’। তবে জার্সি ও লোগোতে মোহনবাগান আবেগ অক্ষত রাখতে সক্ষম হয়েছেন মোহন কর্তারা। তবে ক্লাবের অ্যাওয়ে ম্যাচে জার্সির রঙ নিয়ে জল্পনা তুঙ্গে ।
সবুজ মেরুণের অন্যতম কর্তা উৎসব পারেখ জানিয়েছেন, অ্যাওয়ে জার্সিতেও সবুজ-মেরুণ রঙ থাকতে চলেছে।অ্যাওয়ে জার্সিতে এটিকের লাল-সাদা রঙের সঙ্গে মোহনবাগানের সবুজ-মেরুণ রঙও থাকবে। তবে চার রঙের কম্বিনেশন জার্সিতে কীভাবে রাখা হবে সেই নিয়ে অবশ্য এখনই তিনি কিছু জানান নি।