কেমন আছেন হেমা মালিনী? মুখ খুললেন মেয়ে এষা

0
1

মহামারির কোপ পড়েছে বচ্চন পরিবারে। অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন সহ ঐশ্বর্য রাই বচ্চন এবং আরাধ্যা বচ্চনের সংক্রমিত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এরপরই শোনা যায় শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হেমা মালিনী। আদৌ কি তাই? সেই প্রশ্নের জবাব দিলেন হেমা কন্যা এষা দেওল।

টুইট করে এষা জানিয়েছেন, ” মায়ের সম্পর্কে যা বলা হচ্ছে তা পুরোটাই ভুয়ো। মা একদম সুস্থ আছেন। বাড়িতেই আছেন। কোথাও ভর্তি হননি। কিন্তু এখনও মায়ের প্রতি প্রত্যেকের আন্তরিক টান, ভালবাসা, উদ্বেগ দেওল পরিবারকে মুগ্ধ করেছে। আজ আবার প্রমাণ পাওয়া গেল মা এখনও সবার কাছে কতটা প্রিয়।”

কিন্তু কীভাবে ছড়াল এই গুজব? ফেসবুকে রানি মুখোপাধ্যায়ের নামে এক ভুয়ো পেজ থেকে হেমা আর রানির ছবি শেয়ার করে লেখা হয়, “কিছুক্ষণ আগে আমার নাচের শিক্ষাগুরুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । গত কয়েকদিন ধরে একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। ধর্মেন্দ্রজি, দুই ছেলে এবং দুই মেয়ে হেমাজির জন্য প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন।’’ এরপরই ভাইরাল হয়ে যায় এই পোস্ট। একের পর এক লাইক, শেয়ার, কমেন্ট হতে শুরু করে। শেষমেষ এষা দেওল জানালেন নিছক গুজব ছাড়া আর কিছুই নয়।