একদম গল্প! জল্পনা উড়িয়ে বললেন উজ্জ্বল উপাধ্যায়

0
1

দেউমা- পাচামি নতুন কয়লাখনি বা বাংলার একটি দৈনিক কাগজ, এই দুটি ক্ষেত্রে নিজের নাম জড়িয়ে জল্পনা উড়িয়ে দিয়েছেন এমটা গোষ্ঠীর কর্ণধার উজ্জ্বল উপাধ্যায়। কলকাতায় এনিয়ে জোর চর্চা চলছে। বিষয়টি নিয়ে এখন বিশ্ব বাংলা সংবাদ খবরও করে। সেটি উজ্জ্বলবাবুর নজরে এসেছে। তাঁর সরস মন্তব্য, এটি তাঁর লগ্নি ছাড়াই প্রচার হচ্ছে। অর্থাৎ এই দুটি ক্ষেত্রেই তাঁর জড়িত থাকার জল্পনা ভিত্তিহীন। তবে ওয়াকিবহাল মহলের বক্তব্য, নেপথ্যে থাকার ইচ্ছে থাকলে আপাতত এই ভিত্তিহীন তত্ত্বই যে কেউ চালাবে। উজ্জ্বলবাবুর মত পোড়খাওয়া লোক যদি মনে করেন কৌশলে হাতের তাস আপাতত আস্তিনের মধ্যেই রাখবেন, তাহলে প্রকাশ্যে বোঝা মুশকিল। তবে জল্পনা ওড়ানোর প্রশ্নে উজ্জ্বলবাবু এখন সত্যিই সিরিয়াস।