যোগী আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশে গ্যাংস্টার ডন বিকাশ দুবের পুলিশি এনকউন্টার নিয়ে এখন উত্তাল রাজনৈতিক মহল। বিরোধীদের দাবি, প্রমাণ লোপাট করতেই এমন কাজ করেছে যোগীর পুলিশ। অন্যদিকে, জেলে বসিয়ে সরকারের জামাই আদর না করিয়ে কুখ্যাত দুষ্কৃতীকে উচিত শিক্ষা দিয়েছে পুলিশ, এমনই যুক্তি বিজেপির।
বিকাশ দুবের এই এনকাউন্টারের সঙ্গে সঙ্গে উঠে এসেছে নানা প্রশ্ন। কেউ বলছেন ভুয়ো এনকাউন্টার, কেউ খুঁজছেন রাজনৈতিক অভিসন্ধি। আর এই অভিযোগ-পাল্টা অভিযোগ এবং দেশজুড়ে বিতর্কের মধ্যেই এবার বোমা ফাটালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
বিশিষ্ট আইনজীবী তথা শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক বলেন, “বিকাশ দুবে বেঁচে থাকলে, উল্টে যেতো উত্তর প্রদেশের গদি। গুজরাতে ২০০২-০৩ সাল থেকে এনকাউন্টার করে করে সরকারে এসেছে বিজেপি। বিজেপি পার্টি এনকাউন্টারে বিশ্বাসী। কীভাবে মানবাধিকার লঙ্ঘন করতে হয় সেটা বিজেপির কাছে শিখতে হবে। বিজেপি এটায় পারদর্শী। বিকাশ দুবের কাজকে আমি সমর্থন করি না। কিন্তু তাকে এনকাউন্টার করে মেরে দেওয়াটাও সমর্থন করতে পারি না”।
এরপরই বোমা ফাটান তিনি। দিলীপ ঘোষকে একহাত নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “দিলীপ ঘোষরা তো এনকাউন্টারে বিশ্বাসী। ওরা গণতন্ত্রে বিশ্বাস করে না। ওদের বিশ্বাস ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করো আর ক্ষমতায় এলে এনকাউন্টার করে মানুষ মারো। আর বিরোধী দলের নেতা নেত্রীদের জেলে ঢোকাও। দিলীপ ঘোষ নিজেই একটা ল’ব্রেকার। ওদের এমপিগুলো সব আইন ভঙ্গকারী। ব্যারাকপুরের সাংসদ যেটা করছে এখানে এনকাউন্টার করে দিলে কি ভালো হবে? সবচেয়ে বেশি গুন্ডা যদি থাকে সে তো বিজেপির মধ্যেই রয়েছে”।





























































































































