হিন্দু সংহতির প্রতিষ্ঠাতা নেতা তপন ঘোষ প্রয়াত হলেন। তপনবাবু করোনা আক্রান্ত ছিলেন বলে জানা গিয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত করে পারিবারিক সূত্রে কিছু পাওয়া যায়নি। হিন্দু সংহতির বর্তমান সভাপতি দেবতনু ভট্টাচার্য সংগঠনের ফেসবুক পেজে তপনবাবুর অকাল প্রয়াণের কথা জানিয়েছেন। তপনবাবু মূলত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অন্যতম কর্মকর্তা ছিলেন। মতানৈক্যের কারণে ২০০৭ সালে হিন্দু সংহতি সংগঠনের সূচনা তপনবাবুর হাত ধরে। ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি দিনটিতে সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করতেন। সম্প্রতি সংগঠনের সঙ্গে তার দূরত্ব তৈরি হয় এবং নিজেকে বিচ্ছিন্ন করে নেন। সংগঠনের দায়িত্ব নেন দেবতনু ভট্টাচার্য। হিন্দু সংহতি সংগঠন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর ‘সিংহবাহিনী’ নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত হন। তবে সেই সংগঠনের সেভাবে কোনও প্রভাব রাজ্যে ছিল না।