মিমি-নুসরতের ছবির হাত ধরেই শুরু বাংলা ছবির শ্যুটিং

0
1

করোনা-লকডাউনের কারণে থমকে ছিল শ্যুটিং। ফের মিমি-নুসরতের ছবির হাত ধরেই শুরু হল বাংলা ছবির শ্যুটিং। ছবিটির নাম SOS KOLKATA। শ্যুটিংয়ের বেশ ছবি সামনে এসেছে।

এই ছবিতে মিমি, নুসরতের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে যশ দাশগুপ্তকে। SOS KOLKATA ছবিটির প্রযোজনায় রয়েছে পরিচালক অংশুমান প্রত্যুষের প্রযোজনা সংস্থা প্রত্যুষ প্রোডাকশন ও এনা সাহার নতুন প্রযোজনা সংস্থা জারিক এন্টারটেইনমেন্ট।