প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার চেতন চৌহানের করোনা পজিটিভ। উপসর্গ দেখা দেওয়ায় শুক্রবারই তাঁর নমুনা কোভিড টেস্টে পাঠানো হয়েছিল। শনিবার সেই টেস্টের ফলাফল পজিটিভ এসেছে। কোভিড নিশ্চিত হওয়ার পর লখনউয়ের সঞ্জয় গান্ধী পিজিআই হাসপাতালে ভর্তি করা হয়েছে জাতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটারকে। বর্তমানে তাঁর বয়স ৭২ বছর।
তাঁর পরিবারের সদস্যদেরও নমুনা গিয়েছে কোভিড টেস্টে। যদিও, রিপোর্ট এখনও আসেনি। তবে, পরিবারের প্রত্যেকে হোম কোয়ারানটিনে রয়েছেন।
চেতন হলেন তৃতীয় প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার, যিনি করোনা সংক্রমণের শিকার। এর আগে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি ও স্কটল্যান্ডের মাজিদ হক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দু-জনেই এখন সুস্থ।
ভারতের হয়ে ৪০টি টেস্ট ও ৭টি একদিনের ম্যাচ খেলা চেতন দু’টি ফর্ম্যাটে যথাক্রমে ২০৮৪ ও ১৫৩ রান করেছেন ৷ টেস্টে তাঁর গড় ৩১.৫৭। সীমিত ওভারের ক্রিকেটে ২১.৮৫। চেতন চৌহান রনজি ট্রফি খেলেছেন মহারাষ্ট্র ও দিল্লি-র হয়ে ৷ ১৯৮১ সালে তিনি অর্জুন পুরস্কারে সম্মানিত হন ৷
খেলা ছাড়ার পর নব্বইয়ের দশকে তিনি লোকসভার সাংসদ নির্বাচিত হন। এখন উত্তরপ্রদেশের মন্ত্রী।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.