হরিয়ানা সরকারের অভিনব সিদ্ধান্ত, মেয়েরা গ্র্যাজুয়েট হলেই মিলবে পাসপোর্ট

0
1

অভিনব সিদ্ধান্ত নিল হরিয়ানা সরকার । এবার থেকে গ্র্যাজুয়েট হলেই হরিয়ানাতে মেয়েরা পেয়ে যাবেন পাসপোর্ট। এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। তিনি জানিয়েছেন, গ্র্যাজুয়েট হওয়ার পরে কলেজ থেকেই ছাত্রীদের পাসপোর্ট তৈরির সব ব্যবস্থা হবে। শনিবার ডক্টর মঙ্গলসেন অডিটোরিয়ামে ‘হর সর হেলমেট’ নামের একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেন খট্টর।
তিনি বলেন, রাজ্যের মেয়েদের শিক্ষা ও তাদের এগিয়ে চলার জন্য অনেক রকমের পরিকল্পনা রয়েছে সরকারের। তার মধ্যে অন্যতম হল, গ্র্যাজুয়েট হলেই তাদের পাসপোর্ট দেওয়া হবে।
কিন্তু কেন এই অভিনব সিদ্ধান্ত? তারও জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভবিষ্যতে বিদেশে যাওয়ার সুযোগ এলে যাতে গ্রাজুয়েট মেয়েদের কোনও সমস্যায় পড়তে না হয়, সেইজন্যই এই উদ্যোগ । এছাড়া অনেক রকম সরকারি কাজেও পাসপোর্ট লাগে। এর ফলে রাজ্যের মেয়েরা আরও এগিয়ে যাবে বলেই আশাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।