বাড়ছে সংক্রমণ । আর সংক্রমণ রোধ করতে বৃহস্পতিবার থেকে ফের শুরু হয়েছে লকডাউন। ফলে কনটেনমেন্ট জোন গুলিতে কার্যত গৃহবন্দি আমজনতা। এই অবস্থায় কনটেনমেন্ট জোন এলাকায় জরুরি ভিত্তিতে মানুষের পাশে দাঁড়াল বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভা।
শনিবার পুরসভার সদ্য প্রাক্তন পুরপ্রধান ও বর্তমানে প্রশাসক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগে ওই এলাকার ৯৫ টি পরিবারের হাতে আগামী সাত দিনের জন্য পর্যাপ্ত খাবার ও নগদ টাকা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর উদয় ভক্তও।
উল্লেখ্য, বিষ্ণুপুর শহরের ১৪ নম্বর ওয়ার্ডের গোপালগঞ্জ যৌন পল্লীর এক বাসিন্দা সংক্রমণের শিকার হন। গত বুধবার থেকে তিনি ওন্দা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন। এরপর থেকেই ওই এলাকাকে কনটেনমেন্ট এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।






























































































































