বাঘের সংখ্যায় রেকর্ড গড়ে গিনেস বুকে ভারত

0
2

দেশজুড়ে কমছে বন্য প্রাণীর সংখ্যা। তা নিয়ে উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা। তবে এরই মধ্যে আশার খবর। ব্যাঘ্রশুমারিতে বিশ্ব রেকর্ড তৈরি করল ভারত। যার জেরে উঠল গিনেস বুকে। ট্র্যাপ ওয়াইল্ডলাইফ সার্ভের জন্য বিশ্ব রেকর্ড গড়েছে ভারত। সর্বভারতীয় ব্যঘ্রশুমারি ২০১৮-র সমীক্ষাতেই এই রেকর্ড তৈরি হয়েছে। ২০১৯ সালে একথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। সেই সমীক্ষার স্বীকৃতি মিলল শনিবার।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইট সূত্রে খবর, ২০১৮-১৯ সালে চতুর্থ সমীক্ষায় এক বিস্তীর্ণ এলাকার ছবি স্পষ্ট হয়েছে। ভারতের ১৪১টি এলাকায় বাঘের উপস্থিতি রয়েছে। মোট ২৬ হাজার ৮৩৮টি অঞ্চলে ক্যামেরার মাধ্যমে বাঘেদের উপরে নজর রাখা হয়। মোট ১ লক্ষ ২১ হাজার ৩৩৭ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ আছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভরেকর বলেন, “সারা বিশ্বের মধ্যে ভারতেই রয়েছে ৭০ শতাংশ বাঘ। মাত্র চার বছরে বাঘের সংখ্যা দ্বিগুণ করা গিয়েছে।”

জানা গিয়েছে, মোট ৩ কোটি ৪৮ লক্ষ ৫৮ হাজার ৬২৩টি ছবি। সেই সব ছবির মধ্যে ৭৬ হাজার ৬৫১টি ছবিতে বাঘ দেখা গিয়েছে। যেখানে ৫১ হাজার ৭৭৭টি ছবিতে চিতা দেখা গিয়েছে। তবে এই হিসাব শুধুমাত্র পূর্ণবয়স্ক বাঘের। ক্যামেরার ছবি তোলার পাশাপাশি বিভিন্ন জঙ্গলে পায়ে হেঁটে গণনা করা হয়েছে।