সৌরভের সবুজ সঙ্কেত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়েই শুরু কোহলিদের নয়া দৌড়

0
1

বিরাট বাহিনীকে অস্ট্রেলিয়া সফরের জন্য সবুজ সঙ্কেত দিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই। তবে সঙ্গে দেওয়া হয়েছে শর্ত। অস্ট্রেলিয়া পৌঁছে ভারতীয় দলকে যেন একটু কম সময় (১৪ দিনের কম) কোয়ারেন্টাইনে রাখা হয়।

কিন্তু কেন এমনটা চাইছেন সৌরভ গঙ্গোপাধ্যায়? দাদার জবাব, আসলে দু’সপ্তাহ ধরে ক্রিকেটাররা হোটেলের ঘরে বসে থাকলে হতাশা গ্রাস করতে পারে। এছাড়া অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের করোনা পরিস্থিতি ততখানি আশঙ্কাজনকও নয়। ছ’মাস পরে সেই পরিস্থিতির যথেষ্ট উন্নতি হবে বলেই আমার ধারণা। ফলে ধরেই নেওয়া যায়, ডিসেম্বরের আগে কোহলির দল আন্তর্জাতিক ক্রিকেটে নামছে না, যদি না এর মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়। আর বিশ্বকাপ না হলে আইপিএল হওয়ার প্রবল সম্ভাবনা।

করোনা পরবর্তী সময়ে ১১১ দিন কোনও ক্রিকেট না হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট শুরু হয়েছে টেস্ট সিরিজ দিয়ে। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সাউদাম্পটনে চলছে টেস্ট। ভারত অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজ হওয়ার কথা ডিসেম্বর জানুয়ারি মাসে। অস্ট্রেলিয়া চার টেস্টের সিরিজ চেয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সেই শর্ত মানে কিনা সেটাই দেখার।