মালদার বামনগোলা ব্লকের মহেশপুর গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলোনি এলাকা। এই গ্রামে বসবাস করে প্রায় ১০০-র বেশি পরিবার। তাদের জন্য এমজিএনআরজিএসের অধীন মুরগির খামার তৈরির প্রকল্পের বরাত আসে। সেই মতো এলাকায় বাড়ি বাড়ি মুরগির খামার তৈরির প্রকল্প নেয় স্থানীয় গ্রাম পঞ্চায়েত। সেখানে ৮-১০ হাজার টাকায় মুরগির খামার তৈরি করা হয়েছে। চারটি পিলার,ওপরে টিন ও পাশে নেট দেওয়া হয়েছে । অথচ একটি ঘরের জন্য বরাদ্দ করা হয়েছে ১লক্ষ ৪১হাজার টাকা। অভিযোগ, বর্তমানে যেভাবে খামার তৈরি হয়েছে তাতে ১০হাজার টাকার বেশি খরচ হয় না। এমনই এক উপভোক্তা লালমনি সোরেন জানিয়েছেন, পঞ্চায়েতের পক্ষ থেকে তার বাড়ির ভেতর মুরগির ঘর বানানোর জন্য ১৪/৬ ফিটের ঘর তৈরি করা হয়। যেখানে দুদিকে দুটি পিলার করা হয়েছে ও বাকি নেট দেওয়া হয়েছে।
মাথার ওপর রয়েছে কয়েকটি টিন। তারা এখনও কোনও পারিশ্রমিক পাননি।
প্রতিটা ঘরে ১ লক্ষ ৪১ হাজার টাকা করে বিল করা হয়েছে। পাঁচটা টিনের দাম ধরা হয়েছে ৬০ হাজার টাকা। টিন লাগানোর স্ক্রুয়ের দাম ধরা হয়েছে ১০ হাজার টাকা। এই করে প্রায় ২ কোটি টাকা মেরে দিয়েছেন প্রধান ও তার সহযোগীরা। তিনি গোটা বিষয়টি নিয়ে বামন গোলা ব্লকের বিডিও ও জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রধান। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছেন বামনগোলা ব্লকের বিডিও।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.