24 ঘণ্টা পরেও মেলেনি দেহ, কারণ জানতে বৌবাজার থানায় শুভ্রজিতের পরিবার

0
1

রেফার চক্রে পড়ে মৃত তরুণ শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের মৃত্যুর 24 ঘণ্টা পরেও পরিবার এখনও দেহ পায়নি। অথচ তার করোনায় মৃত্যু হয়েছে কি না তাও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে ছেলের দেহের ময়নাতদন্তের দাবি নিয়ে বেলঘরিয়ার পরে বৌবাজার থানার দ্বারস্থ হয়েছেন শুভ্রজিতের মা ও বাবা। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। মেডিক্যাল কলেজ কোভিডের কোনও রিপোর্ট করেনি। তাহলে মৃত্যু হল কিসে? শুভ্রজিতের মা শ্রাবণী চট্টোপাধ্যায় জানান, “সকালে আমরা বেলঘড়িয়া থানায় অভিযোগ জানিয়েছি। সিসিটিভি ফুটেজ ও মৃতদেহের ময়নাতদন্তের দাবিও জানিয়েছি। কিন্তু কলকাতা মেডিক্যাল কলেজের ডেপুটি সুপারকে জিজ্ঞাসা করলে, তিনি বলেন তাদের কিছু জানানো হয়নি। তাঁরা রবিবার রাতে দেহ কলকাতা পুরসভাকে সৎকারের জন্য দেবে। তখনই তাঁদের দেখতে দেওয়া হবে”।

এরপর সন্ধেবেলায় শুভ্রজিতের বাবা-মা জানতে পারেন বউবাজার থানায় গিয়ে নতুন ভাবে ময়নাতদন্তের অভিযোগ জানাতে হবে। পরিবারের তরফে জানানো হয়েছে, থানার আধিকারিক বলেছেন বেলঘড়িয়া থানা রিকিউজেশন না পাঠালে তাঁদের কিছু করার নেই। এমতাবস্থায় সন্তানহারা বাবা-মা বউবাজার থানায় ময়নাতদন্তের জন্যে কাতর আর্জি জানিয়েছেন।
এদিকে ঠিক কী কারণে শুভ্রজিৎ এর মৃত্যু হল তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে পরিবার। হাসপাতাল কীভাবে কোনোরকম পরীক্ষা না করে কোভিডের মৃতদেহের মতো দেহ সৎকার করবে সেটাও ভেবে পাচ্ছেন না সত্য সন্তানহারা এই দম্পতি। এখনও প্রশাসনের উপর আস্থা রেখে তাঁরা বিচার চাইছেন।