করোনা আক্রান্ত অভিনেত্রী র‍্যাচেল হোয়াইট

0
1

করোনা সংক্রমণ বেড়েই চলেছে ।  ফিল্ম ইন্ডাস্ট্রিতে একের পর করোনার থাবা। আরেক অভিনেত্রীর করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া গিয়েছে। করোনা আক্রান্ত অভিনেত্রী র‍্যাচেল হোয়াইট।


শনিবার রাতে
নিজেই তিনি  টুইটারে লিখেছেন,
‘আমার কোভিড -১৯ পজিটিভ ধরা পড়েছে। বাড়িতেই কোয়ারানটিনে রয়েছি। আমার জন্য দ্রুত সেরে উঠতে দয়া করে প্রার্থনা করবেন।’
তাঁর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন পরিচালক বিরসা দাশগুপ্ত।
তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন মডেলিংয়ের জন্য। এর পর হিন্দিতে তাঁর কাজ রয়েছে ২০১৪ সালে ‘উংগলি’ ছবিতে। এছাড়া বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। ২০১৫ সালে ‘হর হর ব্যোমকেশ’ করে নজর কেড়েছিলেন অভিনেত্রী। এছাড়াও ২০১৭ সালে ‘দেবী’ এবং ওই বছরেই ‘ওয়ান’ নামের একটি ছবিতে কাজ করেছিলেন তিনি।২০১৮ সালে বলিউডে যখন মিটু আন্দোলনের ঝড় উঠেছিল তখনও প্রকাশ্যে অভিযোগ করেছিলেন র‍্যাচেল।