করোনা আক্রান্ত লক্ষীরতন শুক্লার স্ত্রী, হোম কোয়ারেন্টাইনে গোটা পরিবার

0
1

এবার করোনার থাবা রাজ্যের আরেক মন্ত্রীর ঘরে। প্রাক্তন ক্রিকেটার তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষীরতন শুক্লার পরিবারে হানা দিলো মারণ ভাইরাস। কোভিড১৯ আক্রান্ত তাঁর স্ত্রী স্মিতা শুক্লা। স্মিতাদেবী আবার রাজ্য স্বাস্থ্য দফতরের একটি শীর্ষ আধিকারিকের পদে রয়েছেন।

জানা গিয়েছে, আপাতত বাড়িতেই রয়েছেন লক্ষীরতন শুক্লার স্ত্রী। একইসঙ্গে তাঁদের দুই পুত্র ও বাবা-সহ
পুরো পরিবারই রয়েছেন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তাঁদের পরীক্ষা করা হবে।

স্ত্রী’র করোনা আক্রান্ত হওয়া নিয়ে লক্ষ্মীরতন শুক্লা বলেছেন, “বর্তমান করোনা পরিস্থিতিতে জরুরি অবস্থা চলছে। আর তার মধ্যে গত চার মাস ধরে একজন করোনা যোদ্ধার মতো একটানা নিজের দায়িত্ব পালন করেছে স্মিতা। উপসর্গ দেখা দেওয়ায় ওর করোনা পরীক্ষা করা হয়েছিল। সেই রিপোর্ট পজিটিভ এসেছে।”