গুলির লড়াই চলছিল। শনিবার সকাল থেকেই। সাফল্য পেল সেনা। নিয়ন্ত্রণরেখার কাছে উত্তর কাশ্মীরের নৌগামে দুই জঙ্গিকে নিকেশ করেছে সেনা।
এদিন সকালে বারামুল্লার নৌগাম সেক্টরে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে সেনা। ওই সময় এলাকা জুড়ে সেনা টহলদারি চলছিল। তখনই সন্দেহ হয়। সেনা তল্লাশি শুরু করে। এরপরই শুরু হয় গুলির লড়াই।
সেনার এক মুখপাত্র জানান, দুই জঙ্গি ঘটনাস্থলেই খতম হয়। উদ্ধার করা হয়েছে দুটি এ কে ৪৭ রাইফেল।





























































































































