ডেউচা-পাচামির কয়লাখনির জমি অধিগ্রহণের পথে আরও এক ধাপ এগোল রাজ্য।উত্তোলনের এলাকায় বাসিন্দাদের জমির দলিল তৈরির কাজ শুরুর নির্দেশ মুখ্যসচিব রাজীব সিনহার। ভূমি দফতর ওই জায়গাতেই শিবির করে বাসিন্দাদের জমির কাগজপত্র খতিয়ে দেখে প্রয়োজনমতো রেকর্ড সংশোধন করে দেবে। মালিকানার কাগজও দেওয়া হবে।
সিঙ্গুরে জমির রেকর্ড না থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছিল রাজ্য সরকারকে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার ভূমি সচিবকে জনজাতি ও সাধারণ বাসিন্দাদের জমির কাগজ তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মুখ্যসচিব।
কারণ, জমির মালিকানা স্পষ্ট হলে ক্ষতিপূরণ দিতে সুবিধা হবে।
রাজীব সিনহা জানান, জমির মালিকদের সঙ্গে বৈঠকে আশ্বাস দেওয়া হয়েছে সরকার ক্ষতিপূরণের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। ক্ষতিপূরণ হিসেবে জমির বদলে জমি, বাড়ির বদলে বাড়ি, কাজের বদলে কাজ দেওয়া হবে। তবে সরকারি চাকরির কোনও নিশ্চয়তা নবান্ন দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যসচিব। ব্যক্তিগত ক্ষতিপূরণের পাশাপাশি সামাজিক ক্ষতিপূরণের বিশেষ প্যাকেজ ঘোষণা করবে সরকার।