আতঙ্ক: ভোররাত থেকে কাকভোর দফায় দফায় ছিনতাই

0
1

ভাটপাড়ার অন্তর্গত বেলঘরিয়া-কল্যাণী এক্সপ্রেসওয়ের মাদরাল মোড়ের কাছে শনিবার ভোররাত থেকে কাকভোর পর্যন্ত দফায় দফায় পথচারীদের থেকে বন্দুক ঠেকিয়ে ছিনতাইয়ের অভিযোগ। এক সপ্তাহে এই নিয়ে ৪ বার এইরকম ঘটনা ঘটল বলে অভিযোগ স্থানীয়দের। এতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

ভোররাতে মাছ ব্যবসায়ীরা যান। তাঁদের কাছে নগদ টাকা থাকে। লকডাউনের জন্য অনেকে বাড়ি ফিরতে রাত হয়ে যায়। সেই সুযোগকে কাজে লাগাচ্ছে ছিনতাইবাজরা। বারবার একই ধরনের ঘটনায় ভাটপাড়া থানার পুলিশের ওপর এলাকার মানুষের ক্ষোভ বাড়ছে।