মহামারির আবহে প্রকাশিত হলো সেটের ফল

0
1

প্রকাশিত হলো স্টেট এলিজিবিলিটি টেস্টের ফল। শনিবার ফল প্রকাশ করেছে কলেজ সার্ভিস কমিশন।

এবছর মোট ৪৮ হাজার ৬০০ জন পরীক্ষায় বসেছিলেন। যার মধ্যে সফল হয়েছেন ৩ হাজার ৫০০জন পরীক্ষার্থী। কমিশনের ওয়েবসাইট থেকেই শংসাপত্র ডাউনলোড করে নিতে পারবেন পরীক্ষার্থীরা।

এবছর আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য ১০ শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে। যা এ বছরই প্রথম বলে জানিয়েছে কলেজ সার্ভিস কমিশন। চলতি বছর ১৯ জানুয়ারি সেট পরীক্ষা হয়। কিন্তু লকডাউন শুরু হওয়ার ফলে ইউজিসির প্রতিনিধিদের নিয়ে মডারেটর্স এবং স্টিয়ারিং কমিটির বৈঠক সম্ভব হয়নি। এরপর আনলক শুরু হওয়ার পর ৯ জুলাই বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় শনিবার ফল প্রকাশ হবে। কমিশন জানিয়েছে ৭ দিনের মধ্যে ওয়েবসাইটে মডেল অ্যানসার কি প্রকাশ করা হবে।

৩০ টি বিষয়ের উপর এবছর পরীক্ষা নেওয়া হয়েছিল। গত কয়েক বছর ধরেই সাঁওতালী, আইন, জিওলজ, মিউজিক নেপালির মতো বিষয়গুলি সেট পরীক্ষায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপককুমার কর বলেন,অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে অক্টোবর মাসের পর। পরিস্থিতি স্বাভাবিক হলে ইন্টারভিউ নিয়ে প্যানেল প্রকাশ করা হবে। তারপর কাউন্সিলিং এবং নিয়োগ করা হবে।