রাজারহাট-গোপালপুরে এবার তৃণমূল প্রার্থী দেবরাজ চক্রবর্তী? জোর গুঞ্জন

0
1

২০১৫ সালের বিধাননগর পুরসভার ভোটে তৃণমূলের বিরুদ্ধে ‘অসম’ লড়াই করে কংগ্রেসের কাউন্সিলর হয়েছিলেন দেবরাজ চক্রবর্তী। তার আগে তিনি ছিলেন তৃণমূলেই৷ ছিলেন রাজ্যের মন্ত্রী পূর্ণেন্দু বসুর প্রাক্তন আপ্ত-সহায়ক৷ বিধাননগর পুরভোটে প্রার্থী হওয়ার জন্য ‘জেঠু’ পূর্ণেন্দু বসুর কাছে জীবনপঞ্জি জমা দিয়েছিলেন দেবরাজ। কিন্তু প্রার্থী করা হয়নি তাঁকে। সেই ‘ক্ষোভে’ই দল ছেড়েছিলেন দেবরাজ। এবং বিধাননগর পুরসভার ৭ নম্বর ওর্য়াড থেকে কংগ্রেসের প্রতীকে জিতে দেখিয়েছিলেন তিনি এলাকায় কতখানি জনপ্রিয়৷ শাসকদলের বিরুদ্ধে ‘অসম’ লড়াই করতে গিয়ে ভোটের দিন কৈখালিতে কংগ্রেস- তৃণমূল সংঘর্ষের ঘটনার জেরে দেবরাজকে গ্রেফতার হতে হয়েছিল পুলিশের হাতে। জেলও খাটতে হয়েছিল। ২০১৬ সালে সেই দেবরাজ চক্রবর্তী তৃণমূলে যোগ দেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে। তারপর দেবরাজকে বিধাননগর পুরসভার মেয়র পারিষদ করা হয়৷ এখনও সেই পদেই আছেন৷ ২০১৮ সালে দেবরাজ বিয়ে করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অদিতি মুন্সিকে৷

একুশের বিধানসভা নির্বাচনের আগে জোর গুঞ্জন, রাজারহাট- গোপালপুর বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী হতে চলেছেন দেবরাজ চক্রবর্তী’ই ৷ এই কেন্দ্রের বর্তমান বিধায়ক, রাজ্যের মন্ত্রী পূর্ণেন্দু বসু৷ পূর্ণেন্দুবাবু অন্য কোনও কেন্দ্রে প্রার্থী হচ্ছেন , না’কি এবার আর ভোটেই লড়বেন না, তা এখনও জানা যায়নি৷ যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সেনাপতিদের অন্যতম এই দেবরাজ৷