কয়েক’শো তাঁবু রেখেই প্যাংগং লেক থেকে সরছে লাল ফৌজ

0
1

ধীরে ধীরে সরছে চিনের সেনাবাহিনী। শুক্রবার প্রকাশিত হয়েছে স্যাটেলাইট ইমেজ। সেখানে দেখা যাচ্ছে, প্যাংগং লেকের ধারে কমছে চিনা সেনা। এর আগে ২৬ জুন স্যাটেলাইট ইমেজ প্রকাশ হয়। সেখানে দেখা গিয়েছিল, ওই লেকের ধারে চিনা সেনাবাহিনী ভিড়। ওই ছবির তুলনায় শুক্রবারের চিনা সেনার সংখ্যা যথেষ্ট কম। যদিও ওই অংশের কয়েকশো তাঁবু এখনও রয়েছে।