পানিহাটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে আগরপাড়া-শক্তিপুর অটোস্ট্যান্ড -এর কাছে জনবহুল এলাকায় মধুচক্রের হদিস। বেশ কয়েক বছর ধরেই চলছিল বলে অভিযোগ স্থানীয়দের। এই পরিস্থিতিতে এলাকায় বাইরের লোকের আনাগোনা কম। তার মধ্যে বাড়িটিতে বহিরাগতরা আসায় সবার নজরে পড়ে বিষয়টি। শুক্রবার সন্ধেয় খড়দহ থানার পুলিশকে খবর দেন এলাকাবাসী। এরপর খড়দহ থানার পুলিশ গিয়ে বাড়ি থেকে সমস্ত মহিলা এবং পুরুষকে আটক করে থানায় নিয়ে যায়। অভিযোগ, বাড়ির মালকিন প্রতিমা দত্ত নিজেই এই চক্র চালাতেন।