লাগাতার বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। শনিবার সকাল থেকেই কোচবিহারের শাস্ত্রী নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে। পাশাপাশি তোর্সা, রায়ডাক নদীতে জলস্ফীতি দেখা গিয়েছে কোচবিহারের সেচ বিভাগ সূত্রে খবর, মাথাভাঙা বাংলাদেশ সীমান্ত পর্যন্ত এলাকায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। একইসঙ্গে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কোচবিহার শহর। কোচবিহার শহরের প্রতিটি রাস্তায় জল জমেছে। প্রচন্ড বৃষ্টির কারণে জল জমেছে তুফানগঞ্জ শহরের বিভিন্ন এলাকায়। তুফানগঞ্জ শহরের ৯, ১০, ১১ নম্বর ওয়ার্ডের একাধিকবার জলের নীচে রয়েছে। জেলা প্রশাসন সূত্র খবর, বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পাবে।





























































































































