‘এখন বিশ্ববাংলা সংবাদ’-এর খবরের জের, সৎকার হল প্রৌঢ়ার

0
1

‘এখন বিশ্ব বাংলার খবর’-এর জের অবশেষে সৎকার হল উত্তরপাড়ার ভাইরাস আক্রান্ত হয়ে মৃত প্রৌঢ়ার। মারণ ভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসা না পাওয়া এবং মৃত্যুর পর দেহ বাড়িতে পড়ে থাকার অভিযোগ ওঠে হুগলির উত্তর পাড়ায়। পিপিই পরে সেই মৃতদেহ সামনে থেকে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেন মৃতের আত্মীয়।

রূপশ্রী রক্ষিত নামে সুকান্ত সরণী ভদ্রকালি উত্তরপাড়ার বাসিন্দা গত কয়েকদিন ধরে পেটের গোলমালের ভুগছিলেন। বুধবার তাঁকে উত্তরপাড়ার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে এক্সরে করাতে বলা হয়। কিন্তু ভর্তি নেওয়া হয় না নার্সিংহোমে। কলকাতা সহ জেলার হাসপাতালে ঘুরলেও কোথাও ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ। শুক্রবার তাঁর কোভিড পরীক্ষা হয়। বাড়িতেই রাখা হয় রোগীকে। শনিবার সকালে তাঁর পজিটিভ রিপোর্ট আসে। উত্তরপাড়া পুরসভা, থানা থেকে স্থানীয় ডাক্তার সকলকেই বিষয়টি জানান তাঁর বাড়ির লোকজন। কিন্তু কেউ সাহায্য করেনি বলে অভিযোগ। বিকাল তিনটে নাগাদ মৃত্যু হয় ওই মহিলার। কিন্তু এখনও তাঁর দেহ পড়ে বাড়িতেই। সেই খবর প্রকাশিত হয় ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’-এ। এই খবর প্রকাশিত হওয়ার পর এই নড়েচড়ে বসে প্রশাসন। যোগাযোগ করা হয় মৃতের পরিবারের সঙ্গে। রাত ন’টা নাগাদ দেহটি সঠিক বিধি মেনে সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়।