পুলিশের এনকাউন্টারে বিকাশ দুবের মৃত্যুর ৩৬ ঘণ্টার মধ্যেই গ্রেফতার তার ৪ সঙ্গী। শনিবার, বিকাশের অন্যতম সঙ্গী ও গাড়ির চালককে গ্রেফতার করে মুম্বই পুলিশের জুহু এটিএস। সকালেই খবর আসে, যে থানে এলাকায় বিকাশের সঙ্গী অরবিন্দ ওরফে গুড্ডান ত্রিবেদী ও তার গাড়ির চালক সোনু তিওয়ারি লুকিয়ে আছে। ২ জুলাই কানপুরে আট পুলিশকর্মীর হত্যাকাণ্ডে এরাও জড়িয়ে ছিল বলে খবর।
এরপরই তল্লাশি চালিয়ে পাকড়াও করা হয় মাফিয়া ডনের সঙ্গীদের।
বিকাশের মতই গুড্ডানও একাধিক অপরাধে জড়িত ছিল।
এদিন কানপুর থেকেও বিকাশের আরও দুই সহযোগীকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের পুলিশ।































































































































