অশোক, মুকুলের পরে এবার করোনা আক্রান্ত শিলিগুড়ি প্রশাসক মণ্ডলীর সদস্য তথা প্রাক্তন ডেপুটি মেয়র রামভজন মাহত। দিন কয়েক আগেই অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হন তিনি।এরপর তাঁর সোয়াব টেস্ট করা হয়। শনিবার, সেই পরীক্ষার ফল পজিটিভ আসে। এ বিষয়ে দার্জিলিং জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকার জানিয়েছেন, নার্সিংহোমেই চিকিৎসা চলছে রামভজনের। এখন তাঁর অবস্থা স্থিতিশীল। চিকিৎসা শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে আবার কাজে যোগ দেবেন বলে আশা। এর আগে শিলিগুড়ির প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য ও সদস্য মুকুল সেনগুপ্ত আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তাঁরা দুজনেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।