আগের সব রেকর্ড ভেঙে দেশে একদিনে করোনা আক্রান্ত ২৭,১১৪ ও মৃত ৫১৯

0
8

যতদিন যাচ্ছে দেশজুড়ে ভয়ঙ্কর চেহারা নিচ্ছে করোনা। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। তবে এবার যা হলো, তা ভাবলেই শিউরে উঠতে হয়। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন আরও ২৭ হাজার ১১৪ জন। ভারতে একদিনের হিসেবে যা সর্বাধিক। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৫১৯ জন রোগীর। এটিও দেশে একদিনের মৃত্যুর হিসেবে সর্বাধিক। সব এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লক্ষ ২০ হাজার ৯১৬। মৃত্যু হয়েছে মোট ২২ হাজার ১২৩ জনের। আজ, শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশে চিকিৎসাধীন রয়েছেন ২ লক্ষ ৮৩ হাজার ৪০৭ জন রোগী। তবে স্বস্তির খবর, ইতিমধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন ৫ লক্ষ ১৫ হাজার ৩৮৫ জন করোনাজয়ী।