তোলা আদায়ের অভিযোগ ঘিরে রণক্ষেত্র সাগরদিঘি

0
3

বালি ও পাথরের গাড়ি থেকে তোলা আদায়ের অভিযোগ ঘিরে রণক্ষেত্র মুর্শিদাবাদের সাগরদিঘি মোড়গ্রাম এলাকা। অভিযোগ, বালি ও পাথরের ট্রাক মালিকদের থেকে তোলা আদায় করতে গেলে দুষ্কৃতীদের সঙ্গে সংঘর্ষ বাধে। পরপর বেশ কয়েকটি বাইকে ও গাড়িতে আগুন লাগিয়ে দেয় তোলাবাজরা। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়।

সাগরদিঘি থানার মোরগ্রাম এলাকা দিয়ে বীরভূম থেকে প্রতিদিন প্রচুর সংখ্যক মালবাহী গাড়ি ঢোকে। এই সমস্ত গাড়িতে মূলত বাড়ি তৈরির জন্য বিভিন্ন নির্মাণ সামগ্রী পরিবহণ করা হয়। অভিযোগ, এই সমস্ত গাড়ি থেকেই প্রতিদিন লক্ষ-লক্ষ টাকা তোলা আদায় হয়।
অভিযোগ, এই তোলা আদায়ে মদত থাকে সাগরদিঘি থানার পুলিশের একাংশের।

শনিবার, মস্তান বাহিনী টাকা আদায় করছিল। এরজন্য বিশেষ একটি কার্ডেরও ব্যবস্থা করে দিয়েছিল তারা। অভিযোগ, কখনো দুহাজার আবার কখনো তারও বেশি অঙ্কের টাকা দিতে হত গাড়ি চালকদের। এদিন এর প্রতিবাদ করেন গাড়ি চালকরা। কাটুনের দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একটি গাড়ি সহ বেশ কয়েকটি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরফলে সাগদিঘির মোড়গ্রাম এলাকায় অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়।এরপর সাগরদিঘি থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।