বেজিংয়ের মদতপুষ্ট ৬ নাগা জঙ্গিকে খতম করে বার্তা দিল ভারত

0
1

চিন মদত দিচ্ছিল নাগা জঙ্গিদের। শনিবার ভোরে সেই নাগা জঙ্গিদের ৬জনকে খতম করে বার্তা দেওয়া হলো চিনকে। বুঝিয়ে দেওয়া হলো, চিন যদি হামলা চালায়, তাদের অবস্থাও একইরকম হবে। ঘটনা অরুণাচল প্রদেশের লংডিং জেলা।

ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড আইএম। এই বিচ্ছিনতাবাদী গোষ্ঠীকে মদত দিচ্ছে চিন। এই গোষ্ঠী সন্ত্রাসমূলক কাজকর্ম চালায় অরুণাচল ও অসমের সীমান্ত জেলাগুলি জুড়ে। টিপস ছিল পুলিশের। অভিযান চালায় অসম রাইফেলস আর অরুণাচল পুলিশ শনিবার ভোর রাতে লংডিংয়ের এনগেনুতে। দু’পক্ষের গুলির লড়াই চলে প্রায় ঘন্টাখানেক। ৬ নাগা জঙ্গি খতম হয়, আহত হন এক জওয়ান, জানিয়েছেন অরুণাচলের ডিজিপি আরপি উপাধ্যায়। ঘটনাস্থল থেকে ৪টি একে-৪৭ রাইফেল ও চিনের তৈরি দুটি ড্রোন উদ্ধার হয়েছে।