না, ছেলের শেষকৃত্যে আমরা যাব না। ওইরকম ছেলের মুখ দেখার প্রশ্নই নেই। বিছানায় শুয়ে এনকাউন্টারে মৃত কানপুরের ডন বিকাশের বাবা রামকুমার দুবে সাফ জানিয়ে দিলেন। বয়সকালের অসুস্থতায় শয্যাশায়ী। তবু ক্ষোভে আর রাগে উঠে বসার চেষ্টা করলেন। রামকুমার সাংবাদিকরা যখন জানালেন, ছেলের মৃত্যুর কথা, তখন একবারের জন্য না থেমে বললেন, ‘তো আচ্ছাই হুয়া। অ্যায়সাই তো হোনে চাহিয়ে। নেহিতো শাসন চলেগি কেয়া! চমকে দেওয়ার মতো উত্তর। এর আগে বিকাশের মা সরলা দুবেও পরশু বলেছিলেন, আইন মেনে ছেলের ফাঁসি হলে তাই হোক। এবার বাবা!































































































































