“বিকাশ দুবে নয়, হত্যা করা হয়েছে বিচার ব্যবস্থাকে”, এনকাউন্টার নিয়ে বিস্ফোরক মহুয়া

0
1

উত্তর প্রদেশের গ্যাংস্টার “ডন” বিকাশ দুবের এনকাউন্টার কাণ্ডে এ বার মুখ খুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এই এনকাউন্টার নিয়ে মহুয়া সরাসরি আঙুল তুললেন উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের দিকে। এক ট্যুইটার বার্তায় মহুয়া লিখেছেন, “যোগীজির এনকাউন্টার রাজে একমাত্র যার হত্যা হয়েছে, তা হল ন্যায়বিচার৷”

তৃণমূল সাংসদ আরও লিখেছেন, “আমাদের দেশে আইন বলে একটা বিষয় আছে। আদালতের কাজ ন্যায়বিচার দেওয়া৷ দোষীকে শাস্তি দেওয়া। আর
পুলিশের কাজ অভিযুক্তকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া। কিন্তু বিজেপির রাজত্বে ভারতবর্ষে এই দু’টি জিনিসকে গুলিয়ে দেওয়া হচ্ছে৷ যতই মারাত্মক অভিযোগ করুক, অভিযুক্তকে এ ভাবে গুলি করে মারতে পারে না পুলিশ৷”