আইসিএসই এবং আইএসসি পরীক্ষায় অভাবনীয় ফল করল অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র-ছাত্রীরা। দুটি পরীক্ষাতেই সফল হয়েছে সব পরীক্ষার্থীরা। স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে, আইএসসি-র মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৫৪। সবাই উত্তীর্ণ হয়েছে। একইভাবে আইসিএসই পরীক্ষায় ২৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাশ করেছে। স্কুলের মেধা তালিকায় জায়গা করে নিয়েছে ডে বোর্ডিং স্কুল এবং ডে স্কুল বিভাগের পড়ুয়ারা।
আইএসসি পরীক্ষায় স্কুলের মধ্যে প্রথম হয়েছে কলা বিভাগের ঋতব্রত চক্রবর্তী। শতকরা ৯৯.৫ শতাংশ নম্বর পেয়েছে ওই পরীক্ষার্থী। যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে অনুষ্কা বিশ্বাস এবং শ্রুতি আগরওয়াল। বিজ্ঞান বিভাগের ওই দুই ছাত্রী শতকরা ৯৮ শতাংশ নম্বর পেয়েছে। তৃতীয় হয়েছে মোহিত সুরানা। বাণিজ্য বিভাগের ওই ছাত্রের প্রাপ্ত নম্বর শতকরা ৯৭ শতাংশ।

অন্যদিকে আইসিএসই – তে প্রথম হয়েছে ডে বোর্ডিং বিভাগের পৃথা রায়। ৯৮.৮ শতাংশ নম্বর পেয়েছে ওই পরীক্ষার্থী। ডে বোর্ডিং এবং ডে স্কুল থেকে যুগ্ম ভাবে দ্বিতীয় হয়েছে উমাঙ্গ আগরওয়াল এবং পুষ্পার্ঘ্য মল্লিক। দুজনের প্রাপ্ত নম্বর শতকরা ৯৮.৬ শতাংশ। তৃতীয় হয়েছে ডে বোর্ডিং স্কুলের ছাত্র স্বস্তিক খান। তার প্রাপ্ত নম্বর শতকরা ৯৮.৪ শতাংশ।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, আইএসসি পরীক্ষায় বেশিরভাগ পরীক্ষার্থী ৮০ থেকে ১০০ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে। ৯০ থেকে ১০০ শতাংশ নম্বর পেয়েছে ৭২ জন। ৮০ থেকে ৮৯ শতাংশ নম্বর পেয়েছে ১১৬ জন। ৬০ থেকে ৭৯ শতাংশ নম্বর পেয়েছে মোট ৬৬ জন পরীক্ষার্থী।
অন্যদিকে, চলতি বছর আইসিএসই পরীক্ষায় ৯০ থেকে ১০০ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে ১০৩ জন। ৮০ থেকে ৮৯ শতাংশের মধ্যে নম্বর পেয়েছে ৯২ শতাংশ। ৬০ থেকে ৭৯ শতাংশ নম্বর পেয়েছে ৭২ পরীক্ষার্থী।




























































































































