সরকার বলেছে কনটেনমেন্ট জোনে কড়া লকডাউন।
অথচ বিধাননগর কমিশনারেটের অধীন একটি অবরুদ্ধ এলাকায় জোরদার শ্যুটিং চলছে।
এটি হল রাজারহাট খামার এলাকার ডি আর আর স্টুডিও।
খামার কন্টেনমেন্ট জোন।
গুগল ম্যাপে স্টুডিও সেই জোনেই অবস্থিত।
কিন্তু তার মধ্যে শ্যুটিং চলছে বলে অভিযোগ।
যেখানে শ্যুটিং চলছে, সেখানে দেখার জন্যে যাতায়াতের পথেও ভিড়ও থাকে।
অথচ এসব ভুলে শ্যুটিং চলছে।
স্থানীয় অধিবাসীদের একাংশ উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। তাঁদের মতে প্রভাব খাটিয়ে ঠিকানার জাগলারিতে এসব করা হচ্ছে। পুলিশ, প্রশাসন অবিলম্বে তাঁদের নীতি স্পষ্ট করুন। এই কঠিন সময়ে এই বিপজ্জনক ছেলেখেলা চলতে পারে না।