লকডাউন না মানলে কড়া পদক্ষেপ: মনোজ ভার্মা

0
1

বারাকপুর কমিশনারেটের এলাকায় লকডাউন না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, জানালেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এবার বারাকপুরে ৩৭ টি জোনে কড়া ভাবে লকডাউনের নিয়ম লাঘু করা হয়েছে। শুক্রবার, সকাল থেকে বরানগর, বেলঘরিয়া, কামারহাটি, খড়দহ, টিটাগড় এলাকায় বেশ কয়েকটি জোন ঘুরে দেখন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এরপর তিনি জানান, আইন না মানলে কড়া পদক্ষেপ করা হবে। গত লকডাউনে ১ হাজারের বেশি মামলা হয়েছে।