প্লাস্টিক দিয়ে তৈরি হবে প্রায় ২ লক্ষ কিলোমিটার রাস্তা! কেন্দ্রীয় সরকারের উদ্যোগ

0
2

প্লাস্টিক কিন্তু ফেলনা নয়। ফেলে দেওয়া প্লাস্টিক ব্যবহার হবে রাস্তা তৈরির কাজে । প্লাস্টিকের বর্জ্য দিয়ে প্রথম রাস্তা তৈরির কৌশল দেখিয়েছিলেন মাদুরাইয়ের থিয়াগরজার ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক শ্রী রাজাগোপালন বাসুদেবন। ২০০১ সালেই তিনি অ্যাসফল্ট বা বিটুমেনের মিশ্রণের সঙ্গে বর্জ্য প্লাস্টিক মিশিয়ে পরীক্ষামূলকভাবে রাস্তা তৈরির পদ্ধতি দেখিয়েছিলেন।

ফেলে দেওয়া প্লাস্টিক দিয়েই তৈরি হবে রাস্তা। প্লাস্টিক দূষণ কমাতে বর্জ্য প্লাস্টিক দিয়ে রাস্তা নির্মাণের সরকারি ঘোষণা হয়েছিল সেই ২০১৬ সালে। ইতিমধ্যেই এক লক্ষ কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে ফেলে দেওয়া প্লাস্টিক ব্যবহার করেই। চলতি বছরের মধ্যেই প্রায় দ্বিগুণ অর্থাৎ ২ লক্ষ কিলোমিটার রাস্তা বর্জ্য প্লাস্টিক দিয়ে তৈরি করার সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী ২০১৬ সালে বর্জ্য প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরির ঘোষণা করেছিলেন। দেশের ১১ টি রাজ্যে মোট এক লক্ষ কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে ফেলে দেওয়া প্লাস্টিক থেকে। সূত্রের খবর, বর্জ্য প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরি শুরু করেছে গুরুগ্রাম মিউনিসিপাল কর্পোরেশন (এমসিজি)। চলতি বছরে অসমও বর্জ্য প্লাস্টিক দিয়ে রাস্তা নির্মাণ শুরু করতে চলেছে।