নেপালে ভয়াবহ ভূমিধসের জেরে নিখোঁজ কমপক্ষে ৪৪ জন।জানা গিয়েছে নেপালের সিন্ধুপালচক, ম্যাগডি, জাজারকোট জেলায় এই ভূমিধস হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার কাস্কি এবং ও লামজং জেলায় ভূমিধসে মৃত্যু হয়েছে প্রায় ১০ জনের । আহত বহু। নিখোঁজ কমপক্ষে ৪০জন।
কাস্কি জেলার বিভিন্ন অংশে টানা বৃষ্টির জেরে তিনটি পৃথক ভূমিধসে সাতজন প্রাণ হারিয়েছেন বলে খবর। পুলিশের ডিএসপি সুবাস হামাল জানান, শুক্রবার ভোর আড়াইটার দিকে পোখড়ার সরংকোট গোথাদীর একটি বাড়ি ভূমিধসে পড়ে যাওয়ায় ৩ শিশু সহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে।হয়েছে
পুলিশ জানিয়েছে, ওই একই ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। যখন ভূমিধসের ঘটনা ঘটে তখন তাঁরা জন্মদিন উপলক্ষ্যে একটি বাড়িতে গিয়েছিলেন।
আহতদের মণিপাল হাসপাতাল ও গন্ডাকী হাসপাতালে ভর্তি করা হয়েছে । কালিমাটি ও ফুসারে ভয়াবহ ভূমিধসের জেরে সিদ্ধার্থ হাইওয়েতেও রাস্তা আটকে গিয়েছিল বলে জানা গিয়েছে।





























































































































