ফের কমছে সোনার দাম। গত সপ্তাহে একটু হলেও সোনার দাম ক্রমেই উঠতে শুরু করেছিল। কিন্তু আবার পতন সোনার দামে। ফলে হতাশ গয়না ব্যবসায়ীরা।
শুক্রবার সোনার দাম ফের পতনের মুখ দেখেছে। এদিন এমসিএক্স গোল্ড ফিচার্স ০.০১ শতাংশ কমেছে। ফলে সোনার দাম ৪৮,৮৭২ টাকা গিয়ে দাঁড়িয়েছে। ১০ গ্রামের দাম এদিন সকালে ৪৮, ৮৭২ টাকায় গিয়ে দাঁড়ায়।
সোনার দাম এদিন কলকাতায় ছিল ২৪ ক্যারেটে ৪৯, ৬৬০ টাকা। অন্যদিকে, ২২ ক্যারেটে সোনার দাম ছিল ৪৮০৮০ টাকা। ফলে স্বভাবতই বোঝা যাচ্ছে যে মহামারীর ধাক্কা আর চিন-মার্কিন সংঘাত কোথায় গিয়ে সোনার দামকে ফেলেছে।
দেশের অন্যান্য শহরে সোনার দামের তালিকায় প্রথমেই তাক লাগাচ্ছে চেন্নাই। যেখানে ২৪ ক্যারেটে সোনার দাম ৫১ হাজার টাকা। মুম্বইতে সোনার দাম ২৪ ক্যারেটে ছিল ৪৯, ০০০ টাকা। দিল্লিতে এই দাম ২৪ ক্যারেটে ৪৮, ৯০০ টাকা।
এদিকে, সোনার দাম এদিন পতনমুখী হলেও , রুপোর দাম এদিন চড়চড় করে বাড়তে থাকে। সিলভার ফিচার্স এদিন ১ কেজিতে বেড়ে দাঁড়িয়েছে ৫১,২১৭ টাকা।