এনকাউন্টারের আগে মিডিয়াকে আটকে দেওয়া হলো সাক্ষী হঠাতে?

0
1

কেন, কেন এবং কেন?এনকাউন্টারের ঠিক আগে টোল প্লাজায় মিডিয়ার গাড়ি আটকে দেয় পুলিশ। তার আধ ঘন্টা ৪০ মিনিটের মধ্যে বিকাশ অপারেশন খতম। জায়গাটির নাম জালোন। কানপুর থেকে এই এলাকাটির দূরত্ব ১৫০ কিলোমিটার। যে পুলিশকর্মী দায়িত্বে ছিলেন, তিনি বলছেন, আমরা চেকিং করছি। কিন্তু কেন? যে গাড়িগুলি এতদূর এলো পুলিশের সঙ্গে তাদের কেন আটকানো হলো? কোনও উত্তর নেই। তিনি গাড়ি চেকিংয়ের নামে আটকে দেন মিডিয়ার গাড়ি। টোল প্লাজায় গাড়ি আটকানোর পর আড়াআড়িভাবে দাঁড় করানো হয় লরি। রেলিং, বাঁশ দিয়ে আটকানো হয় মিডিয়ার গাড়ি। তারপর মিডিয়ার গাড়িতে শুরু হয় তল্লাশি। প্রত্যেকটি কাগজ খুঁটিয়ে দেখা হতে থাকে। বিকাশকে নিয়ে এসটিএফের গাড়ি ততক্ষনে পগার পার। একটু পরেই বিকাশ দুবে অপারেশ শেষ। এলাকার মানুষকে এনকাউন্টারের আগে এলাকা থেক্ব সরিয়ে দেওয়া হয়। তাঁরা দূরে যাওয়ার পর গুলির শব্দ শোনেন। যোগী আদিত্যনাথ সরকারের কাছে জবাব চাইছেন বিরোধী রাজনীতিকরা। সমালোচনা সন মহলে।