ইস্টবেঙ্গলও আইএসএল খেলতে চলেছে। আর পাঁচদিনের মধ্যেই চলে যাবে চিঠি। আর্থিক সমস্যা মেটানোর প্রক্রিয়া চলছে। পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে গোষ্ঠীগুলির সঙ্গে কথা চলছে তা সফল না হলে একটি তুরুপের তাস ছাড়বেন মমতা। নতুন মডেল শুরু হবে বাংলায়। ফলে আগামী পাঁচদিন লাল হলুদ জনতার পক্ষে বিশেষ গুরুত্বপূর্ণ। একটা কথা পরিষ্কার, ইস্টবেঙ্গল আইএসএল খেলছেই। তবে পিছনের আর্থিক কাঠামো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বাকি।