এবার বিকাশ দুবেকেও এনকাউন্টারে খুন করা হল!

0
1

এবার এনকাউন্টারে মেরে দেওয়া হলো বিকাশ দুবেকে? একটি সূত্রে খবর, আজ, শুক্রবার সকালে স্পেশাল কনভয়ের গাড়িতে করে বিকাশকে আনা হচ্ছিল। হঠাৎই গাড়িটি উল্টে যায়। বিকাশ পালানোর চেষ্টা করলে তাকে গুলি করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনা প্রকাশ্যে আসার পর শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে চর্চা। বলা হচ্ছে, বিকাশের সঙ্গে রাজনৈতিক নেতাদের যোগাযোগ ছিল। সে মুখ খুললে বিপদে পড়ত অনেক দলই। ফলে তাকে মেরে দিয়ে সব প্রমাণ লোপাট করে দেওয়া হলো!

বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের উজ্জয়িনী মন্দির থেকে বিকাশকে পুলিশ গ্রেফতার করে। নিয়ে যাওয়া হয় উজ্জয়িনী পুলিশ ফাঁড়িতে। সেখানে প্রায় ২৪ ঘন্টা থাকার পর তাকে আজ সকালে নিয়ে যাওয়া হচ্ছিল উত্তরপ্রদেশে। হঠাৎই বিকাশের স্কোরপিও গাড়িটি উল্টে যায়। এরপর পুলিশের দাবি বিকাশ পালানোর চেষ্টা করতে পুলিশ গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যদিও পুলিশের তরফ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। কিন্তু এর মধ্যে গভীর রহস্য দেখছে রাজনৈতিক মহল।