Breaking: এটিকে মোহনবাগানের সবুজ মেরুণ জার্সিতে পাল তোলা নৌকো

0
1

আইএসএল-এ মাঠে নামছে এটিকে মোহনবাগান। আজ মরসুমের প্রথম বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হল।
জার্সির রং থাকছে সবুজ মেরুণ, থাকছে ক্লাবের লোগো পালতোলা নৌকা ।জার্সির রঙে সবুজ মেরুণের ছোঁওয়া রাখতে আপত্তি নেই এটিকের। শুক্রবারই চূড়ান্ত হয়ে গেল মোহনবাগান-এটিকের নয়া রূপ।
জানিয়ে দেওয়া হল, আগামী মরশুমে ‘এটিকে মোহনবাগান’ হিসেবে খেলবে দল। লোগোয় লেখা থাকবে এটিকে মোহনবাগান ফুটবল ক্লাব। তবে লোগোর ছবিতে জায়গা করে নিয়েছে পালতোলা নৌকোই। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটিকের ডানা যুক্ত সিংহের বদলে লোগোয় স্থান দেওয়া হবে ঐতিহ্যবাহী পালতোলা নৌকোকেই। একই সঙ্গে জার্সির রংও সবুজ-মেরুণ রাখতে সফল হয়েছেন বাগান কর্তারা।
ভার্চুয়াল এই বৈঠকের দিকে তাকিয়ে ছিলেন অগণিত সবুজ মেরুণ সদস্য-‌সমর্থক। নতুন দলের নাম, জার্সির রঙ, লোগো নিয়ে সকলের আগ্রহ ছিল তুঙ্গে । বাগান সমর্থকরা চেয়েছিলেন তাঁদের ক্লাবের নাম, লোগো, জার্সির রঙকে প্রাধান্য দিয়েই যেন সব সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের সেই আবেগকে প্রাধান্য দেওয়া হল।