ফের নোবেল না পাওয়ার অভিমানে হাওড়া ব্রিজে ওঠার চেষ্টা সেই মহিলার

0
3

তিনি কেন নোবেল পুরস্কার জিততে পারলেন না, এই অভিমানে ফের হাওড়া ব্রিজের ওঠার চেষ্টা করলেন উত্তর ২৪ পরগণার অশোকনগরের বাসিন্দা ডলি ঘোষ। তবে এবার বড়সড় কিছু ঘটানোর আগেই পথচারীরাই ব্রিজের রেলিং বেয়ে ওঠার সময়ে তাঁকে জোর করে নামিয়ে দেন। এরপর উত্তর বন্দর থানার হাতে তুলে দেওয়া হয় ওই মহিলাকে।

এই প্রথম নয়, এর আগেও তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন।
গত ৭জুন, সন্ধেবেলা হাওড়া ব্রিজের মাথায় উঠে গিয়েছিলেন ডলি ঘোষ নামের এই মহিলাই। সেবার অনেক ঝুঁকি নিয়ে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় দমকলকর্মী ও পুলিশ তাঁকে নামিয়ে এনেছিলেন।

কিন্তু কেন তিনি বারবার এমন কাজ করেছেন? ডলি ঘোষের দাবি, তাঁর যাবতীয় গবেষণামূলক কাজকর্ম নোবেল কমিটিতে পাঠিয়েছিলেন তিনি। স্বীকৃতি স্বরূপ নোবেল কমিটি তাঁকে নাকি পুরস্কার নেওয়ার আমন্ত্রণও জানায়। কিন্তু তখন বয়স কম থাকায়, তিনি পুরস্কার গ্রহণ করতে পারেননি।

এরপর ডলি ঘোষের বিস্ফোরক দাবি, পরবর্তী সময়ে তাঁকে নোবেল পুরস্কার দেওয়ার পরিবর্তে অমর্ত্য সেনকে দেওয়া হয়েছিল। এই অভিমানে তিনি হাওড়া ব্রিজে উঠে বসেছিলেন বলে জানিয়েছিলেন। এবারও সেই একই বক্তব্য শোনা গেল তাঁর কথায়।