“ম্যায় বিকাশ হুঁ”- ধরা পড়েও হুঙ্কার মাফিয়া বিকাশের

0
1

“ম্যায় বিকাশ দুবে হুঁ, কানপুরওয়ালা”- গ্রেফতার হওয়ার পর রীতিমতো হুঙ্কার দিয়ে ঘোষণা মাফিয়া বিকাশ দুবে ওরফে বিকাশ পণ্ডিতের। 6  দিন ধরে উত্তরপ্রদেশ পুলিশের চোখে ধুলো দেওয়ার পরে, বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের উজ্জইনের মহাকাল মন্দির থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
২ জুলাই কানপুরের বিক্রু গ্রামে বিকাশকে গ্রেফতার করতে যাওয়ার সময় পুলিশের উপর নির্বিচারে গুলি চালিয়েছিলেন তিনি ও তাঁর দলবল। ঘটনায় ৮ পুলিশ কর্মীর মৃত্যু হয়। প্রায় এক সপ্তাহ তাঁর গ্রেফতারির ঘটনাও কম নাটকীয় নয়।মধ্যপ্রদেশ পুলিশ সূত্রে জানানো হয়, গ্রেফতার হয়েছেন বুঝতে পেরে বিকাশ চিৎকার করে ওঠেন, “ম্যায় বিকাশ দুবে হুঁ, কানপুরওয়ালা”।
পুলিশকর্মীরা যখন তাকে গ্রেফতার করে পুলিশের গাড়িতে তোলার জন্য হাঁটিয়ে নিয়ে যাচ্ছিলেন সেই সময়ও আরও একবার মাফিয়া চিৎকার করে ওঠেন, “ম্যায় বিকাশ দুবে হুঁ, কানপুরওয়ালা”।