কুলভূষণ যাদবের উপর চরবৃত্তির দায় চাপিয়েছে পাকিস্তান।পাকিস্তানের জেলে বন্দি ভারতের প্রাক্তন নৌসেনা কর্মী কুলভূষণ যাদব। কিন্তু ইমরান সরকারের দাবি, এই রায়ের পুনর্বিবেচনা করতে চান না কুলভূষণ যাদব।
আন্তর্জতিক ন্যায় বিচার আদালতের হস্তক্ষেপে আটকে আছে কুলভূষণের মৃত্যদণ্ড। এই অবস্থায় পাকিস্তানের দাবি, কুলভূষণ প্রাণভিক্ষার আবেদন করতে নারাজ। পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সেদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জানান, ১৭ জুন প্রাণ ভিক্ষা করার কথা ছিল কুলভূষণের। তবে আইনি অধিকার ব্যবহার করতে চাননি তিনি।
২০১৭ সালের এপ্রিলে প্রাক্তন নৌসেনা কর্মী কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের সেনা আদালত। তাঁর বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ এনেছিল। এরপর আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের দ্বারস্থ হয় ভারত। পাকিস্তানের দাবি বালুচিস্তানে ভারতের হয় চরবৃত্তি করতেন কুলভুষণ। যদিও এই দাবির সপক্ষে প্রমাণ দিতে পারেনি ইমরানের দেশ।
উল্লেখ্য, চরবৃত্তির দায়ে তারপর বিষয়টি আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে তোলে ভারত। এনিয়ে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী হরিশ সালভে। পাকিস্তানের দাবি, বালোচিস্তানে ভারতের হয়ে চরবৃত্তি করতেন কুলভূষণ। ওই দাবির পক্ষে অকাট্য প্রমাণ হাজির করতে পারেনি পাকিস্তান।





























































































































