তিনদিনের ইন্ডিয়া গ্লোবাল উইক-২০২০ শীর্ষক অনুষ্ঠান শুরু হল । বৃহস্পতিবার লন্ডনের এই ভিডিও সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহামারীর আবহে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে দেখা গিয়েছে তাঁকে । এদিন মহামারী পরিস্থিতিতে প্রথমবার বিশ্ববাসীর সামনে নিজের বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। আর্থিক উন্নতির সবুজ সংকেত উঠে এল তাঁর বক্তব্যে । প্রধানমন্ত্রী বলেন, “আমরা আপনাদের জন্য রেড কার্পেট পেতে রেখেছি। আসুন আপনাদের প্রতিষ্ঠিত করুন। অনেক কম দেশ এমন সুযোগ বিনিয়োগকারীদের ( দেবে। যেমন সুযোগ ভারত দিচ্ছে।” তিনদিনের এই ভার্চুয়াল অনুষ্ঠানে দেশ-বিদেশের তাবড় বিনিয়োগকারীরা অংশ নেবেন। সংক্রমণের প্রকোপে ধুঁকতে থাকা বিশ্ব অর্থনীতির হাল ফেরানোর দিশা কী? সে বিষয়ে আলোচনা হবে এই সামিটে।
চলতি সপ্তাহের প্রথমে বিশ্ব ব্যাংক পূর্বাভাস দিয়েছে বিশ্ব অর্থনীতির গতি ৫.২% সংকুচিত হয়েছে। ১৯৩০-এর পর এটাই সবচেয়ে নিম্নগতি। পাশাপাশি আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের পূর্বাভাস চলতি আর্থিকবর্ষে ভারতের জিডিপি দাঁড়াবে ১.৯%।
প্রায় ৫ হাজার প্রতিনিধির উপস্থিতিতে প্রধানমন্ত্রী বলেন, “অসম্ভবকে সম্ভব করার ইচ্ছাশক্তি আছে ভারতের। বিশ্বের ভালো এবং হিতে কাজ করতে মুখিয়ে ভারত। প্রতিরক্ষা ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ আছে। আমরা আয়কর খাতে, শিল্প কর খাতে, জিএসটি খাতে সংস্কার এনেছি। এমএসএমই ক্ষেত্রে বিপুল সংস্কার এনেছি।”
তাঁর দাবি, “মহাকাশ গবেষণার সুযোগ বেড়েছে। প্রযুক্তি খাতে ব্যবসার পরিধি বেড়েছে।” প্রধানমন্ত্রী বলেন, “এই অতিমারী আমাদের দেখিয়েছেন ভারত কতটা ফার্মায় সাবলম্বী। ওষুধের এই সম্ভার শুধু ভারত নয় গোটা বিশ্বের কাছে সাফল্য।” প্রধানমন্ত্রীর কথায় ,”কর ব্যবস্থা সংস্কার, নানা আর্থিক প্রকল্পে, গৃহনির্মাণে গত কয়েক বছরে নজির সৃষ্টি করেছে ভারত। এই দেশ সংস্কার করেছে, প্রদর্শন করছে, এবং নিজেকে দ্রুত বদলাচ্ছে। বিশ্বকে মোদির বার্তা আপনার জন্য অপেক্ষমান ভারত।”
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.